










সম্মানিত সুধী,
আস্সালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বা সমাজ উন্নাতি লাভ করতে পারে না। সর্বজন স্বীকৃত এ বিষয়টি মাথায় রেখে অত্র এলাকার উদীয়মান তারকা কোমলমতি শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমরা এলাকায় একটি “আদর্শ আধুনিক বিদ্যাপিঠ” গড়ার উদ্যোগ গ্রহণ করেছি। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে “আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়” নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাধ্যমেই আধুনিক শিক্ষাব্যবস্থার সকল বৈশিষ্ট্য নিয়ে পরিচালিত হচ্ছে “আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় ”। গত ২০ ডিসেম্বর১৯৯৪ ইং সালে স্থাপিত বিদ্যালয়টি হতে পরীক্ষার্থীগণ ১৯৯৮সালে প্রথম এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালক মন্ডলী এবং শিক্ষকগণের অক্লান্ত প্রচেষ্টায় বিগত ১৯৯৮সাল থেকে২০২২ সাল পর্যন্ত পি ই সি ও জে এস সি ও এস,এস,সি পরীক্ষায় শতভাগ সহ ভাল ফলাফল এর জন্য বিদ্যালয়টি ইর্শনীয় সাফল্য অর্জন করে। শিক্ষা কারিকুলাম ও গঠনমূলক পদক্ষেপ গ্রহণের কারনে এ বছরও পি ই সি, জে এস সি ও এস,এস,সি শতভাগ পাশের হার অব্যাহত থাকবে ইনশ্আলাহ্। আমদের উদ্দেশ্য বিদ্যালয়টিকে দেশের সেরা একটি বিদ্যাপিঠে পরিণত করা। যাতে এলাকার শিক্ষা সচেতন অভিভাবকগণকে তাদের সন্তানদেরকে নিয়ে দূরবর্তী স্থানে ভাল মানের বিদ্যালয়ের জন্য ছুটাছুটি করতে না হয়। আমাদের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য এলাকার সকল অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনার সন্তানটিকে আমাদের বিদ্যালয়ে পাঠান এবং অত্র এলাকায় একটি আদর্শ বিদ্যালয় গড়ার কাজে আমাদের সাথে নিজেকে একটি গর্বিত অংশীদার করুন। আপনাদের সহযোগিতা আমাদের চলার পথকে আরো গতিশীল করবে।
ধন্যবাদান্তে
প্রাতিষ্ঠাতা
আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়
মুহাম্মদ আব্দুল হাই
প্রধান শিক্ষক
আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়

ঢাকা নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ- এ সব প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের সমমর্যাদায় উঠে আসছে, আরেকটি শিক্ষাঙ্গন আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় যা ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে সাড়া জাগিয়েছে। এ প্রতিষ্ঠানের বড় কৃতিত্ব চূড়ান্ত পরীক্ষার গুলোর ধারাবাহিক সাফল্য। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সংঘবদ্ধ প্রচেষ্টার ফসল এই অর্জন। বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষয় বিপুল সংখ্যক জি.পি.এ পাওয়ার পাশাপাশি জে.এস.সিতে ও ভাল করেছে। বিগত শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ফতুল্লা থানায় অর্ন্তভূক্ত সকল স্কুলসমূহের মধ্যে সর্বোচ্চ জি.পি.এ- ৫ পেয়ে অন্যান্য রেকর্ড অর্জন করেছে। ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে ফতুল্লা থানায় পরপর তিনবার প্রথম স্থান অর্জ ন করে। আমাদের গৌরব আমাদের অহংকার। আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় সবরকম কৃতিত্বই অর্জন করার পথে রয়েছে। প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল হাই -এর নেতৃত্ব ও কৌশলে তাও হয়ত এক সময় সম্ভব হবে। প্রতিষ্ঠানের সকলের সর্বাঙ্গিন কল্যাণ কামনা করছি।
—————————————————–
আলহাজ্ব আহসান উদ্দিন
প্রাতিষ্ঠাতা
আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়

এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে “নিউ ভিশন ফাউন্ডেশন প্রাঃ লিঃ নামে একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাধ্যমেই আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল বৈশিষ্ট্য নিয়ে পরিচালিত হচ্ছে “নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ” । বিগত ১৯৯৪সালে স্থাপিত বিদ্যালয়টি হতে শিক্ষার্থীগণ পি.ই.সি, জে.এস.সি ও এস.এস.সিতে পরীক্ষা অংশ গ্রহণ করছে। আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালক মন্ডলী এবং শিক্ষকগণের অক্লান্ত প্রচেষ্টায় বিগত বছরগুলোতে পি.ই.সি, জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ সহ ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে ফতুল্লা থানার অন্তর্গত সরকারী স্বীকৃতি প্রাপ্ত সকল বিদ্যালয়সসূহের মধ্যে ১ম স্থান অর্জনকারী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও সর্বোচ্চ জি.পি.এ-৫ পেয়ে অন্যান্য রেকর্ড অর্জন করেছে। আমাদের এ উদ্দ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য এলাকার সকল অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতা ও একান্ত প্রয়োজন।
আপনাদের সহযোগিতা আমাদের চলার পথকে আরো গতিশীল করবে।
……………………………………………….
মো:আব্দুল খালেক মুন্সী।
সভাপতি
আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়

শিক্ষা একটি সমন্বিত প্রায়স।কোন জাতির সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হলো মানসম্মত যুগোপোযোগী শিক্ষা। আর এ শিক্ষা প্রদানের মহান দায়িত্বটি পালন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ গুনাবলী অর্থাৎ মানব জীবনের শুভ ও কল্যাণকর বোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেয়ার যোগ্যতা সম্পন্ন শিক্ষকমন্ডলী আধুনিক শিক্ষা উপকরণ,শিক্ষা সহায়ক পরিবেশ আমাদের প্রানের প্রতিষ্ঠান আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরমধ্যে,মননশীলতা,সহনশীলতা,সৃজনশীলতা,নেতৃত্ব,শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যেবোধ সম্পন্ন সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ভালো ফলাফলের পাশাপাশি আমাদের নৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর আত্নবিকাশ আমাদের প্রত্যাশা। বিজ্ঞান মনস্কতা, মুক্ত চিন্ত্ ন্যায় বোধ ,মানবিকত, উদারতা,সর্হিষ্ণতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় উদবুদ্ধ হয়ে সৃজনশীল মুক্ত মনস্কতা চর্চায় অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলে সহযোগীতার মানসিকতায় এগিয়ে আসবেন এ প্রত্যাশা আমার । আমি আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষে প্রতিষ্ঠানের ছাত্র,শিক্ষক অভিভাবক ও বিজ্ঞ পরিচালকবৃন্দের সর্বাত্নক সহযোগিতা এবং সফল,কর্মতৎপরতা কামনা করছি।
……………………………………….
মুহাম্মদ আব্দুল হাই
প্রধান শিক্ষক
আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়